ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১২:২২ অপরাহ্ন

রাজশাহী থেকে চালু হলো লোকাল ট্রেন, আন্তঃনগর চলবে বৃহস্পতিবার থেকে

  • আপডেট: Tuesday, August 13, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে থেকে স্বল্প দূরুত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে প্রথমে ৫৬৩ আপ লোকাল ট্রেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর সকাল ৮ টা ৫ মিনিটে মহানন্দা এক্সপেক্স মেইল ট্রেন রাজশাহী খুলনা ছেড়ে গিয়েছে।

এদিকে আগামিকাল বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন।

এর আগে সোমবার থেকে রাজশাহীতে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

পশ্চিম রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, রাজশাহীতে মেইল লোকাল ও কমিউটার ট্রেন যাতায়াত করছে এবং রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।