ঢাকা | নভেম্বর ১০, ২০২৪ - ৫:১১ অপরাহ্ন

রাজশাহী নগরীতে আদিবাসী পরিষদের মানববন্ধন

  • আপডেট: Monday, August 12, 2024 - 8:15 pm

স্টাফ রিপোর্টার: আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

সোমবার বেলা ১১টায় রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তারা বলেন, দেশের সকল রাজনৈতিক দল তাদের ব্যবহার করে।

তবে, আদিবাসীদের নিরাপত্তার প্রশ্নে কেউ পাশে দাঁড়ায় না। গ্রামাঞ্চলে লোকচক্ষুর আড়ালে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর উপর বিভিন্ন নির্যাতন হয়ে থাকে। আমরা এমন স্বাধীনতা চায়নি। আমরা ভারতে যাবো না আমরা এ দেশের নাগরিক এ দেশেই নিরাপদে থাকতে চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেষ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুসেন কুমার সান্দোয়ার, রাজকুমার শাওসহ আদিবাসী সম্প্রদায়ের নেতাকর্মীরা।