ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:০৩ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

  • আপডেট: Monday, August 12, 2024 - 9:49 pm

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। আজ সোমবার তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

বিশেষ সহকারী পদে থাকাকালীন আলী ইমাম মজুমদার উপদেষ্টার (মন্ত্রী) পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

আলী ইমাম মজুমদার ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। তিনি সংবাদমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা ১৭।