ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৭:৪৩ পূর্বাহ্ন

রাজশাহীতে স্বল্প পরিসরে জিডি-মামলা দায়ের শুরু

  • আপডেট: Monday, August 12, 2024 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর সহায়তায় রাজশাহীতে থানায় ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা।

সোমবার স্বল্প পরিসরে আরএমপি’র বিভিন্ন থানাগুলোতে সাধারণ ডায়েরি ও মামলা দায়ের এর কার্যক্রম শুরু হয়। এর মধ্যে বিজিবির পক্ষ থেকে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, রাজশাহী মহানগরীতে প্রথমবার ট্রাফিক পুলিশের দেখা মিলেছে নগরীর সিএন্ডবি মোড় এলাকায়।

শিক্ষার্থীদের সঙ্গে এক হয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে সহযোগিতা করছেন তারা।

একই সঙ্গে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরসহ মহানগরীর বারোটি থানার মধ্যে বিভিন্ন থানার ধ্বংসস্তূপ সরাতে কাজও করছেন তারা। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি মোড়ে কাজ শুরু করবে ট্রাফিক পুলিশ।