ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:৪২ পূর্বাহ্ন

১১দফা দাবীতে রাজশাহীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মবিরতী

  • আপডেট: Sunday, August 11, 2024 - 9:10 pm

স্টাফ রিপোর্টার: ১১ দফা বাস্তবায়নের দাবীতে কর্মবিরতী ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর রাজশাহীর সদস্যরা।

রোববার রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে একটি মিছিল নিয়ে তারা রেল ভবন প্রাঙ্গনে আসে৷

এসময় আরএনবি সদস্যরা তাদের ১১দফা দাবীর প্রেক্ষিতে বিভিন্ন স্লোগান দেয়।

এরপর, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যাবস্থাপক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি গ্রহন শেষে মহাব্যাবস্থাপক আন্দোলনরত সদস্যদের উদ্দেশ্যে তাদের দাবী পূরনের আশ্বাস প্রদান করে।

এ সময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম এনআরবি’র চিফ কমান্ডান্ট আশাদুল ইসলামসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকতা কমচারী উপস্থিত ছিলেন।