ঢাকা | নভেম্বর ১৩, ২০২৪ - ৭:৩৩ পূর্বাহ্ন

পালানোর সময় গোদাগাড়ীর আ’লীগ নেতা ওমর ফারুক আটক

  • আপডেট: Sunday, August 11, 2024 - 9:19 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ভারতে পালানোর সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সম্পাদক মোহাম্মদ ওমর ফারুককে আটক করেছে বিজিবি।

এ সময় তার কাছ থেকে ২৮ হাজার টাকা, মোবাইল ও ডেবিট কার্ড জব্দ করা হয়। রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক জেলার শিবগঞ্জ সোনামসজিদ সীমান্ত এলাকার মেইন পিলার ১৮৬ এর নিকট দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তাকে আটক করেছে বিজিবি।

জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, গত ৫ আগস্ট থেকে বোনের বাড়িতে পালিয়ে ছিল। সে গা ঢাকা দেয়ার জন্য ভারতে পালয়ন করতে চেয়েছিল।

আটক হওয়া মোহাম্মদ ওমর ফারুক রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।