ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৫ - ৫:৩০ অপরাহ্ন

দুদকের মামলায় খালাস পেলেন ড. ইউনূস

  • আপডেট: Sunday, August 11, 2024 - 9:32 pm

অনলাইন ডেস্ক: অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন ইউনূসের মামলা প্রত্যাহারে আবেদন করে দুদক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় আদালত তাকে খালাস দেন।

এর আগে বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।