রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী।
শনিবার সকালে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়। উদ্ধার করা হয় রাজশাহীর হাইটেক পার্কে হামলা চালিয়ে লুট হওয়া বিভিন্ন মালামাল। সকাল ১১টার দিক থেকে এ অভিযান শুরু হয়। এময় নগরীর শ্রীরামপুর, ভেড়িপাড়া এলাকা হতে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরই সারা দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরে মেতে উঠে দুর্বৃত্তরা।
একইদিন রাজশাহীতেও ব্যাপক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরে মেতে উঠে দুর্বৃত্তরা।
নগর ভবন, হাইটেক পার্ক, আমএমপি কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেরসকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।