ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ১২:১৭ পূর্বাহ্ন

হামলা-লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীদের মৌন মিছিল

  • আপডেট: Saturday, August 10, 2024 - 10:32 pm

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলা এবং লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মৌন মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার বিকালে অরাজনৈতিক সংগঠন ‘রাজশাহী সনাতন পরিবার’র ব্যানারে মৌন মিছিলটি বের করা হয়।

এর আগে রাজশাহীর বিভিন্ন এলাকা ও মন্দির কমিটি থেকে নগরীর ধর্মসভা মন্দির প্রাঙ্গনে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর একসঙ্গে হয়ে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল থেকে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ও মন্দির ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদ জানানো হয়।

এছাড়াও মিছিল থেকে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলাকারীদের রুখে দেয়ারও প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোনালী/জগদীশ