ঢাকা | জানুয়ারী ২০, ২০২৫ - ৪:০০ পূর্বাহ্ন

রাজশাহীতে হঠাৎ ডাকাত আতঙ্ক

  • আপডেট: Friday, August 9, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: হঠাৎ রাজশাহীতে মধ্যরাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছে। তবে সেনাবাহিনী ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এদিকে পবা উপজেলার নওহাটাসহ বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্কে কাটছে নির্ঘুম রাত। পুলিশ না থাকায় দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েছে। সরকার পতনের পর থেকে চুরি-ডাকাতি ঠেকাতে গত চারদিন ধরে অনেকে রাত জেগে বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন। গত ২ দিনে নওহাটায় ৬ ডাকাত আটক করে এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বেলদারপাড়া, সাগরপাড়া, শিরোইল, মহিষবাথান, শালবাগান, টিকাপাড়া, ভদ্রা, তালাইমারী ও কাজলাসহ বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী মাইকিং করে রাস্তায় বের হন। খবর পেয়ে ছুটে যান সেনাবাহিনীর সদস্যরাও। প্রতিরোধের মুখে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

বেলদারপাড়া এলাকার উত্তম কুমার নামের এক ব্যক্তি জানান, তার এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। তার বাড়িতেও ডাকাতির চেষ্টা হয়েছিল। কিন্তু এলাকাবাসী রাস্তায় বের হওয়ার পরে পালিয়ে যায় ডাকাতরা।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও ছুটে যান। তৌহিদ ফেরদৌস তন্ময় তার ফেসবুকে লিখেন ডাকাত আতঙ্কে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং চলছে। এলাকাবাসীর সচেতনতায় পালিয়ে যায় ডাকাতরা।

এদিকে পবা উপজেলার নওহাটাসহ বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্কে কাটছে নির্ঘুম রাত। পুলিশ না থাকায় দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েছে। সরকার পতনের পর থেকে চুরি-ডাকাতি ঠেকাতে গত চারদিন ধরে অনেকে রাত জেগে বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন। গত ২ দিনে নওহাটায় ৬ ডাকাত আটক করে এলাকাবাসী।

হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানা ভবন ও ফাঁড়ি এখন কার্যত পুলিশ শূন্য। এ সুযোগে উপজেলায় বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি, ছিনতাই ও লুটপাটের অভিযোগ আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত গভীর রাতে নওহাটা বাজারের পিল্লাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে এবং গতকাল শুক্রবার ভোরে বাগসারা এলাকায় ১ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।

এ বিষয়ে বাগসারা এলাকার বাসিন্দা শিমুল জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে ডাকাতদলের কয়েকজন সদস্য বাগসারা এলাকায় জড়ো হওয়ার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর টহল টিমকে খবর দেয়। এসময় একজনকে আটক করে সেনা সদস্যদের হাতে তুলে দেয়া হয় বলে শুনেছি।

নওহাটা পিল্লাপাড়া এলাকার বাসিন্দা আতাউর জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ডাকাত দলের কয়েকজন সদস্য এলাকায় ডাকাতি করতে এলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এসময় ৫ জনকে আটক করে সেনাবাহিনীর টহল টিমের হাতে তুলে দেয়া হয়।

সোনালী/জগদীশ