ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ১২:১৩ অপরাহ্ন

জামালপুর কারাগারে বিক্ষোভ: ৬ বন্দি নিহত, আহত ১৪

  • আপডেট: Friday, August 9, 2024 - 7:42 pm

সোনালী ডেস্ক: জামালপুর জেলা কারাগারে বিক্ষোভের ঘটনায় ছয় বন্দি নিহত হয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন চার কারারক্ষীসহ অন্তত ১৪ জন। নিহতরা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। তারা সবাই কারাবন্দি। সেনাবাহিনীর সহায়তায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেল সুপার আবু ফাত্তাহ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে জামালপুরে কারাবন্দিরা তাদের থাকার জায়গায় আগুন দিয়ে একটি ফটক ভেঙে ফেলেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়তে থাকেন।

কারাগার এলাকা ঘিরে রাখেন সেনাবাহিনীর সদস্যরা। জেলা কারাগারের জেলার আবু ফাতাহ জানান, গত বৃহস্পতিবার আসামিরা দুই ভাগে বিভক্ত হন।

তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করেন। পরে দুই পক্ষ মারামারি শুরু করেন। পরে ওই বিদ্রোহী গ্রুপ প্রথম ফটক ভেঙে কারাগার থেকে বের হয়ে যান। এ সময় দ্বিতীয় ফটক খুলে দেয়ার জন্য জেলার আবু ফাতাহ ও করারক্ষীদের ওপর আক্রমণ করেন তারা।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারারক্ষীদের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নেন। তিনি আরও বলেন, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।