ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৪:৩৭ অপরাহ্ন

নগর ভবন, মেয়র লিটনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

  • আপডেট: Monday, August 5, 2024 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগর ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। খুলে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন কক্ষের ফ্যান ও এসি।

সোমবার বিকালে এ ঘটনার পর সন্ধ্যায় দ্বিতীয় দফায় নগর ভবনে আগুন দেয়া হয়। তখন নগর ভবনে অবশিষ্ট থাকা চেয়ার-টেবিল লুট করে নিয়ে যেতে দেখা যায়।

পরে আগুন পাঁচতলা পর্যন্ত ওঠার পর দমকল বাহিনী গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুন লাগে নগর ভবনের নিচতলায় থাকা অগ্রণী ব্যাংকের একটি শাখাতেও। এখানেও চালানো হয় ব্যাপক লুটপাট। নগর ভবনের পশ্চিম পাশে মিডল্যান্ড ব্যাংকের এটিএম বুথ লুট করা হয়।

এদিকে, মহানগরীর উপশহরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

এছাড়া নগরীর রানীবাজারে লিটনের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। ভবনটিতে থাকা কয়েকটি পোশাকের শোরুমও ভাঙচুর করা হয়েছে।