ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:৫১ অপরাহ্ন

রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক

  • আপডেট: Saturday, August 3, 2024 - 3:32 am

অনলাইন ডেস্ক: ছাত্র-নাগরিকদের আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদ এবং নয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা আন্দোলনের প্ল্যাটফরম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে তারা। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ এক ভিডিওবার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন।

ভিডিওবার্তায় তিনি বলেন, ‘শনিবার সারা দেশের প্রতিটি পাড়ামহল্লায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ ছাড়া রবিবার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। বর্তমান সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না, সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে, কেউ অফিসে যাবে না। সচিবালয় বন্ধ থাকবে। বঙ্গভবন, গণভবনে কোনো গাড়ি ঢুকবে না। বিদ্যুৎ বিল ও গ্যাস বিল দেওয়া হবে না। এতে যদি বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয় প্রয়োজনে দেশের মানুষ মোমবাতি ব্যবহার করবে। তার পরও এ সরকারকে কোনো সহযোগিতা করা হবে না।’

তিনি বলেন, সারা দেশের ছাত্র, নাগরিক, অভিভাবক, মা-বোন যে যে অবস্থায় আছেন রবিবার থেকে সবাই রাজপথে থাকবেন। কেউ ঘরে বসে থাকবেন না। কারণ প্রতিটি লাশের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।

তিনি আরও বলেন, ‘প্রতিটি দল ও মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান-জাতীয় ঐকমত্যে ঐক্যবদ্ধভাবে আপনারা রাস্তায় নেমে আসবেন। পুলিশ বাহিনীর প্রতি আহ্বান-আর গুলি ছুড়বেন না। আমরা আপনাদেরই সন্তান, ভাই, অনুজ। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, আছে, থাকবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে রাজপথে থাকবেন।

এদিকে শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন সংগীতশিল্পীরা। আজ বিকাল ৩টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে মিলিত হয়ে গানে গানে সংহতি প্রকাশ করবেন দেশের প্রথিতযশা শিল্পীরা।