ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ১১:৫৯ অপরাহ্ন

দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা, উত্তপ্ত রাজশাহী

  • আপডেট: Saturday, August 3, 2024 - 4:00 am

ডেস্ক: একইদিনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী মহানগরী। আজ শনিবার একইসময়ে মহানগর আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের দুটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, আজ শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অন্যদিকে আজ শনিবার বেলা ১১টায় কোটা আন্দোলনের হত্যাকারীদের বিচার ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মায়েদের ব্যানারে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী মহিলা দলের (বিএনপি) নেতাকর্মীরা।

এই কর্মসূচির বিপরীতে একই স্থানে মহানগর আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বলে জানা গেছে।

এদিকে সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ গণমিছিলে হামলা, খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রুয়েট গেটে বিক্ষোভের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনের দুই সমন্বয়ক গোলাম কিবরিয়া ও মোহাম্মদ মেশকাত চৌধুরী এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘শনিবার বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলো।’

সোনালী/জগদীশ রবিদাস