ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১:৫৮ অপরাহ্ন

আহত সহকর্মীর পাশে পুলিশ কমিশনার

  • আপডেট: Saturday, August 3, 2024 - 10:00 pm

প্রেস বিজ্ঞপ্তি: দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ সদস্য (সিটিএসবি) সাইফুল ইসলামকে শনিবার বিকেল ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে দেখতে যান মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

এসময় আহত পুলিশ সদস্যের সঙ্গে তিনি কথা বলেন এবং চিকিৎসকের কাছে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সোনালী/জগদীশ রবিদাস