ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:০৪ অপরাহ্ন

পবায় উপ স্বাস্থ্য কমপ্লেক্স ও মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট: Friday, August 2, 2024 - 12:03 am

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পবায় উপ স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল নেপালপাড়া গ্রামে এর উদ্বোধন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসকরা উপস্থিত থেকে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের পক্ষে পবা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান পপি খাতুন এই কর্মসূচির আয়োজন করেন।

এতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাবেয়া বসরীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ভায়া, জরায়ুর ক্যান্সার ও স্তন ক্যান্সারের পরীক্ষা করানো যাবে। পবা উপজেলার ৮টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় আগস্ট মাসজুড়ে এই সেবা প্রদান করা হবে।