ঢাকা | মে ১৩, ২০২৫ - ৪:০৭ অপরাহ্ন

রাজশাহীতে সড়কে পোস্টার হাতে একা দাঁড়িয়ে স্কুলছাত্রীর প্রতিবাদ!

  • আপডেট: Tuesday, July 16, 2024 - 12:30 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় একা দাঁড়িয়ে অবস্থা কর্মসূচি পালন করছে কামারুন মনিরা নামে এক স্কুলছাত্রী। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শহীদ নাজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পোস্টার হাতে নিয়ে ওই ছাত্রীকে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।

মূলত কোটা আন্দোলনকারীদের সমর্থন জানাতে রাস্তায় নামে সে। এ সময় তার হাতে পোস্টারে ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ লেখা শ্লোগান দেখা যায়।

কামারুন মনিরা শহীদ নাজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
মনিরা জানায়, কোটা বাতির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। বিশেষ করে সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে ছাত্রলীগ। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স্বাধীন বাংলাদেশে কোটা প্রথার কোনো জায়গা থাকতে পারে না জানিয়ে মনিরা বলে, মেধাবীরা মুক্তি না পেলে ভবিষ্যৎয়ে দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় মনিরা।
সোনালী/সা
Hi-performance fast WordPress hosting by FireVPS