ঢাকা | জানুয়ারী ২০, ২০২৫ - ১০:৫৪ অপরাহ্ন

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জের লাশ উদ্ধার

  • আপডেট: Tuesday, July 16, 2024 - 12:19 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইলিয়াস হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে নগরীর নওদাপাড়া শাহ কমিশনারের ১০তলা বিল্ডিংয়ের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইলিয়াস হোসেন নওদাপাড়া শাহ কমিশনারের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি খুলনায়।

নগরীর শাহমখদুম থানার (ওসি) ইসমাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, রোববার রাতে ইলিয়াস হোসেন কাজ সেরে বাসায় খেয়ে ঘুমাতে যান। রাত ১০টা পর্যন্ত তার অফিসের লোকজনের সঙ্গে কথা বলেন। তবে সকাল থেকেই তাকে পাওয়া যায়নি। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার বাসা থেকে লাশ উদ্ধার করেন।

ওসি আরও বলেন, ধরণা করা হচ্ছে তিনি হার্টঅ্যাটাকে মারা গেছেন। থানায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

সোনালী/সা