ঢাকা | মে ১৩, ২০২৫ - ১২:৫৮ অপরাহ্ন

ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট: Tuesday, July 16, 2024 - 1:52 pm

সাদিক উল ইসলাম: কোটা সংস্কারের দাবিতে রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে খড়খড়ী বাইপাস সংলগ্ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করে তারা।

শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি ও সারাদেশে আন্দোলনরত ছাত্রদের উপর নির্মম নির্যাতন ও তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা এ সময় ‘মেধা না কোটা, মেধা মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত’ ইত্যাদি বলে স্লোগান দেন।

এসময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। পাশাপাশি এদিন বিকেল ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের যোগ দেবার ঘোষণা দেন তারা।

সোনালী/সা
Hi-performance fast WordPress hosting by FireVPS