ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ১০:৩৮ অপরাহ্ন

রাজশাহীতে নামাজ পড়ে হাটাহাটির সময় পা কেটে যুবককে হত্যা

  • আপডেট: Tuesday, July 16, 2024 - 12:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় ফজরের নামাজ পড়ে হাটাহাটির  সময় পা কেটে এক যুবককে হত্যা করেছে দুবৃত্তরা। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম নুরুল ইসলাম (৩২)। সেই ওই এলাকার পাতান আলীর ছেলে।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে দামকুড়া থানার মুরারীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোর সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম ফজরের নামাজ পড়ে হাটাহাটি করছিলেন। দুর্বৃত্তরা এসে তার শরীরের ডান পায়ে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

তিনি আরও জানান, নুরুল ইসলামের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারকে মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা করলে অপরাধীদের দ্রুত খুজে আইনের আওতায় আনা হবে।

 

সোনালী/সা