ঢাকা | জানুয়ারী ২০, ২০২৫ - ১০:০৪ পূর্বাহ্ন

মা-ছেলের লাশ ছেঁচড়ে নিয়ে গেল ট্রেন

  • আপডেট: Tuesday, July 16, 2024 - 11:56 am

অনলাইন ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা রেলস্টেশনের দক্ষিণ পাশে ট্রেনে কেটে মা ও ছেলে মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মা-ছেলের লাশ ছেঁচড়ে কিছুদূর নিয়ে যায় ট্রেনটি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের পিছু পিছু ৫ বছর বয়সের ছেলেটি রেললাইন দিয়ে হেঁটে আসছিল। পেছন দিক দিয়ে ট্রেনটি এসে তাদের ধাক্কা দিয়ে লাশ দুটোকে ছেঁচড়িয়ে অনেক দূর নিয়ে যায়। মা ও ছেলের পরিচয় পাওয়া যায়নি।

 

সোনালী/সা