ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ২:৫১ পূর্বাহ্ন

অমর একুশে হলের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর

  • আপডেট: Tuesday, July 16, 2024 - 10:47 am

অনলাইন ডেস্ক: কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এরইমধ্যে কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলামকে ব্যাপক মারধর করেছেন অমর একুশে হলের শিক্ষার্থীরা। সোমবার রাত ১০ টা ৫০ মিনিটে অমর একুশে হলের সামনে এ ঘটনা ঘটে।

হেদায়েতুল ইসলাম ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী ও আসন্ন হল কমিটির পদপ্রার্থী নেতা।

 পরে মেডিকেল মোড়ের দিকে হেদায়েত ইসলামের সঙ্গে দেখা হলে তিনি জানান, আমার ছোটো ভাইকে নিয়ে খেতে আসছিলাম। আমার মোটরসাইকেল আটকে রাখছে। মোটরসাইকেলটা দামি। এটা ছাড়িয়ে আনা দরকার।

সোনালী/সা