ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ৫:১২ পূর্বাহ্ন

রাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিশিল

  • আপডেট: Monday, July 15, 2024 - 9:15 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিশিল করেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল আট বাম ছাত্র সংগঠন।

সোমবার রাত পৌনে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়৷

এসময় ছাত্রলীগের হামলার সুষ্ঠু বিচার না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন৷ এর আগে সন্ধ্যায় বাম সংগঠনের চার নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন তারা।