ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ৯:২৪ পূর্বাহ্ন

বিক্ষোভে উত্তাল ঢাবি, ছাত্রলীগের ৪ নেতার পদত্যাগ

  • আপডেট: Monday, July 15, 2024 - 10:49 am

অনলাইন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাত সাড়ে ১১টা পর্যন্ত তারা মিছিল নিয়ে প্রত্যেক হলে হলে যাচ্ছেন। শিক্ষার্থীরা  রাজু ভাস্কর্যে প্রতিবাদী সমাবেশ করবেন বলে জানা গেছে। এদিকে বিভিন্ন হলে ছাত্রলীগের নেতা এবং পদপ্রত্যাশীরা বাধা দিলেও বিপুল শিক্ষার্থীদের তোড়ে তা ভেঙে যায়।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমকে মিছিলের নেতৃত্বে দেখা যায়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপ সম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ, কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন, রাফিউল ইসলাম রাফি।

 

সোনালী/সা