ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১২:৪৮ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা

  • আপডেট: Monday, July 15, 2024 - 12:10 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।  রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বুধপাড়া ফ্লাইওভার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, রোববার বিকেলে আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি বুধপাড়া ফ্লাইওভার এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত পারাপারের সময় ওই বৃদ্ধ কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৬০ বছর হবে। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এজন্য আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহতের নাম-পরিচয় পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রেলওয়ে থানার ওই পুলিশ কর্মকর্তা।

 

সোনালী/সা