ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৪ - ১:৩৫ অপরাহ্ন

মোবাইলে ডেকে পাটখেতে নিয়ে কিশোরীকে ধর্ষণ

  • আপডেট: Monday, July 15, 2024 - 12:03 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মোবাইলে ডেকে পাটখেতে নিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. রকি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৭টার দিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে অভিযুক্ত রকিকে গ্রেফতার করা হয়।

রকি রাজশাহীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের বাসিন্দা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন সপ্তাহ যাবত রকি ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত শুক্রবার সন্ধ্যায় রকি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭টার দিকে এলাকার একটি পাটখেতে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানায় একটি মামলা হয়। সেই মামলায় রকিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, দুপুরে আসামি রকিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সোনালী/সা