ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ২:৫৮ পূর্বাহ্ন

পবা ও চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট: Monday, July 15, 2024 - 10:19 pm

সোনালী ডেস্ক: সোমবার পবা ও চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

পবায় এদিন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত-এর সভাপতিত্বে উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটির সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা এবং উপজেলা কিশোর-কিশোরী সাইবার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু। উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি প্রমুখ।

চারঘাট প্রতিনিধি জানান, চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মামুন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহমেদ লনি, মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, চারঘাট মডেল থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা, বাশিস চারঘাট উপজেলা শাখার সভাপতি ইমদাদুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।