ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৪ - ৭:৫২ পূর্বাহ্ন

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

  • আপডেট: Monday, July 15, 2024 - 10:51 am

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার দিবাগত রাত ১১টা ২০মিনিটে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার রাত সাড়ে ১০টার পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্টে একত্রিত হন তারা। পরে রাত ১১টা ৩০মিনিটে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে শহিদ মিনারের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের বাধা দেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার), সিক্সটি নাইন, বিজয় ও কনকর্ডসহ বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা। এক পর্যায় বাগবিতণ্ডা হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি দিয়ে পিটিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ভিডিও করতে গেলে কয়েকজন সাংবাদিকদের ওপর চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এক সাংবাদিকের ফোন কেড়ে নেয়।

অভিযোগের বিষয়ে চবি ছাত্রলীগের কনকর্ড গ্রুপের নেতা ও বিলুপ্ত কমিটির সহসভাপতি আবরার শাহরিয়ার বলেন, ‘আমরা এর আগে আন্দোলনে কোনো বাধা দেইনি। কিন্তু আজ আন্দোলনকারীরা ছাত্রলীগের রক্তস্নাত ক্যাম্পাসে স্লোগান দিচ্ছে- ‘‘আমরা রাজাকার।’’ এরপর তারা ‘‘প্রধানমন্ত্রীকে গদি ছাড়ার কথা বলে’’- স্লোগান দিচ্ছিল। এ বিষয়ে ছাত্রলীগ জিরো টলারেন্স।
সোনালী/সা