ঢাকা | নভেম্বর ১৮, ২০২৪ - ১:৪৭ পূর্বাহ্ন

কে জিতবে এবারের ইউরো !!

  • আপডেট: Sunday, July 14, 2024 - 11:17 pm

সিয়াম সাঈদ: ইউরোপ ইতিহাসের সবচেয়ে বেশি চতুর্থবার শিরোপা জয়ের হাতছানি স্পেনের সামনে আর ইংল্যান্ডের সামনে ৫৮ বছরে শিরোপা খরা মেটানোর সুযোগ। ১৯৬৬ সালের বিশ্বকাপের পর কোনো মেজর ট্রফি জেতেনি ইংল্যান্ড। কী হবে ফাইনালে তা দেখতে অপেক্ষায় আছে গোটা ফুটবল প্রেমিরা।

আজ রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে ইউরোপের সেরা হওয়ার মিশনে নামবে স্পেন বনাম ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

চলতি ইউরো কাপে পারফরম্যান্সের ভিত্তিতে স্পেন নামবে ফেভারিট হিসেবে। গ্রুপ পর্বে তারা ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে জয় তুলে নেয়। এরপর শেষ ষোলোতে হারায় রূপকথার গল্প লেখা জর্জিয়াকে আর স্পেন পায় শেষ আটের টিকেট। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশরা থামিয়ে দেয় স্বাগতিক ও ফ্রেবারিট জার্মানিকে। শেষ চারে উঠে স্পেন ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে স্প্যানিশরা। অপরাজিত হয়ে ইংল্যান্ডর সাথে ফাইনালে খেলতে নামবে স্পেন।

অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে ইংল্যান্ড। ইউরোর সবশেষ আসরেও তারা ফাইনাল খেলে। কিন্তু টাইব্রেকারে ইতালির কাছে ৩-২ গোলে পরাজিত হয়। এবারের আসরে নেদারল্যান্ডস ছাড়া বড় কোনো প্রতিপক্ষের মুখোমুখি হয়নি ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডে রয়েছে জুড বেলিংহাম, ডেকলান রাইস, ফিল ফোডেন, হ্যারি কেইন, কোল পালমার সহ বেশ কিছু তারকা খোলোয়ার যারা মূর্হূতে খেলার পরিস্থিতি পরির্বতন করে দিতে পারে। যেটা অনেকবার এই ইউরোতে দেখেছি শেষ মূর্হূতের গোলে ইংল্যান্ড খেলায় ফিরেছে।

ফাইনালে বাড়তি নজর থাকবে বার্সেলোনার লামিল ইয়ামাল ও রিয়াল মাদ্রিদে জুড বেলিংহাম উপর। ইউরোতে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন ইয়ামাল। স্পেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। এখন পর্যন্ত অনেকগুলো রেকর্ড নিজের করে নেওয়া ইয়ামাল আসরে ৬ ম্যাচে মোট ৪১৮ মিনিট মাঠে ছিলেন। তাতে সেমিফাইনালে করেছেন গুরুত্বপূর্ণ এক গোল। প্রতিপক্ষের শিবিরে আক্রমণ শানিয়েছেন ১৬ বার। সতীর্থদের ৩ গোলে করেছেন সহায়তা। সব মিলিয়ে আসরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন ১৬ বছরের বার্সেলোনার এই খেলোয়াড়।

অন্যদিকে, জুড বেলিংহ্যাম ইউরোতে এসেছিলেন নিজের সেরা ফর্ম নিয়ে। রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ইউরোপ সেরার মঞ্চে পা রাখেন তিনি। তবে ইউরোতে শুরুর দিকে নিজের ছায়া হয়েই ছিলেন রিয়াল তারকা। কিন্তু স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে দলকে তুলে দেন কোয়ার্টার ফাইনালে। আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫৮১ মিনিট মাঠে ছিলেন বেলিংহ্যাম। গোল করেছেন দুটি কিন্তু গোলে সহায়তা নেই তার।

পরিসংখ্যান এগিয়ে রাখছে গ্যারেথ সাউথগেটের দলকে। এখন পর্যন্ত ২৭বারের দেখায় ইংলিশদের ১৪ জয়ের বিপরীতে স্পেনের জয় ১০টিতে। বাকি ৩ ম্যাচ থেকে কোনো ফলাফল আসেনি। অপরদিকে ইউরোতেও দুই দলের ৪ দেখায় একবারও জয় পায়নি স্পেন। কিন্তু গত ২২ বছরে ফাইনালে হারেনি স্পেনের কোনো ক্লাব বা জাতীয়দল।

 

সোনালী/ সা