ঢাকা | মে ৩, ২০২৫ - ৮:৫০ অপরাহ্ন

শিরোনাম

হাওরের পানিতে ডুবে বউ-শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু

  • আপডেট: Saturday, July 13, 2024 - 11:03 am

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার জানিয়ারচর মুগরাইন হাওরে স্রোতে তোড়ের ডুবে মারা যায় ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার ও তার ছেলে হক মিয়ার স্ত্রী পাপিয়া আক্তার (২০)।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের মুগারাইন হাওরে রেজিয়া বেগমের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পাপিয়া আক্তার বাড়ির পেছনের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে স্রোতে ভেসে যায়।

এসময় চিৎকার শুনে শাশুড়ি বাঁচাতে গেলে ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার পানিতে নামলে সাঁতার না জানায় দুজন তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে হাওর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

বউ-শ্বাশুড়ির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা জানান, হাওররে স্রোতে পুত্রবধূ ও শাশুড়ি বাড়ির পাশের হাওরে গোসল করতে নেমে নিহত হয়েছেন।

 

সোনালী/সা

Hi-performance fast WordPress hosting by FireVPS