ঢাকা | জানুয়ারী ২১, ২০২৫ - ৪:৪৭ অপরাহ্ন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট: Saturday, July 13, 2024 - 8:21 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলায় শুক্রবার দিবাগত গভীর রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রাত ৩ টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের খাঁড়ইল মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিদাস মণ্ডল। নিহতের নাম মারুফ হোসেন (২৬)।

তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ তার শাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেলে নিয়ে নিয়ামতপুরে ফিরছিলেন। মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের খাঁড়ইল মোড়ে পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল, ট্রাক আটকসহ মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।