ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৪ - ৮:০৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ডিপিএসের ভুয়া আইডি, দেওয়া হচ্ছে প্রশ্নফাঁসের আপডেট

  • আপডেট: Saturday, July 13, 2024 - 11:21 am

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে তার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ জুলাই) সকালে বিষয়টি নজরে এলে, সবাইকে সতর্ক করার জন্য ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ডিপিএস ইমরুল কায়েস। ‘Engr Nazmul Sarkar’ নামে খোলা ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে। ওই ভুয়া অ্যাকাউন্টধারীর একটি পোস্টের স্ক্রিনশটও নিজের ফেসবুকে দিয়েছেন ইমরুল কায়েস।

তার অভিযোগ, ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষের সঙ্গে প্রতারণা এবং আমার মানহানি করা হচ্ছে। ইঞ্জিনিয়ার নাজমুল সরকার নামের ওই অ্যাকাউন্টের একটি পোস্টে লেখা হয়েছে, ‘১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেওয়া হচ্ছে। যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।’

তিনি জানান, সকালে বিষয়টি তার নজরে এলে, পেশাগত প্রয়োজনে সস্পৃক্ত বিভিন্ন গ্রুপে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। সাইবার অপরাধ দমনে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটে বিষয়টি জানানো হয়েছে।

খোদ প্রধানমন্ত্রীর ছবিসহ তার কার্যালয়ের একজন কর্মকর্তাকে হেয় করতেই এভাবে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

 

সোনালী/সা