ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ১০:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারে পাহাড়ধসে নিহত ২

  • আপডেট: Thursday, July 11, 2024 - 12:20 pm

অনলাইন ডেস্ক: কক্সবাজারে পৃথক পাহাড়ধসে গৃহবধূসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার পৌর শহরের ৬ ও ৭ নং ওয়ার্ডে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের ৬নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরে পাহাড়ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) নিহত হয়েছেন৷

নিহতের স্বামী করিম জানান, সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সপরিবারে। এসময় আচমকা পাহাড়ের কাদা মাটি বসত ঘরে পড়লে চাপা পড়ে গৃহবধূ জমিলা। তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শহরের ৭নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় সাইফুলের ছেলে মো. হাসান (১০)। প্রথমে পাহাড়ধসে ঘরের মাটির দেওয়ালে পড়লে মাটির দেওয়ালসহ আসবাবপত্র পড়ে নিহত শিশু হাসানের গায়ে। ঘটনাস্থল থেকে তাকে মৃত উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনার পর পাহাড়ধস এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস।  পাহাড় ধসে দুজন নিহতের খবর নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিবুজ্জামান।

 

সোনালী/সা