ঢাকা | জানুয়ারী ২২, ২০২৫ - ৪:০৬ অপরাহ্ন

বিদেশি পিস্তল-গুলিসহ শিবির ক্যাডার গ্রেফতার

  • আপডেট: Thursday, July 11, 2024 - 12:35 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি টিপ চাকু ও একটি দেশীয় চাপাতিসহ রমজান আলী নামে এক শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোররাতে রমজানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

রমজান আলীর (৩০) বাড়ি রাজশাহী মহানগরীর ধরমপুর পূর্বপাড়া এলাকায়।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ১৫ মে ডাকাতির প্রস্তুতিকালে রমজানের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেদিন রমজান পালিয়ে যান। তাকে ধরতে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। মঙ্গলবার রাতে রমজান বাড়ি ফিরলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রমজান রাজশাহীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তিনি ধরমপুর পূর্বপাড়া ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। বোমা তৈরিতে দক্ষ রমজান। নিজে বোমা তৈরি করেন এবং প্রশিক্ষণ দেন। বেশিররভাগ সময় রমজান ভারতে পালিয়ে থাকেন। তার নামে বিস্ফোরক দ্রব্য, হত্যা ও হত্যাচেষ্টার বিভিন্ন অপরাধে ১৫টি মামলা আছে।

 

সোনালী/সা