ঢাকা | নভেম্বর ২২, ২০২৪ - ৪:১০ পূর্বাহ্ন

পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে বিশেষ কমিশন গঠন করুন: বাদশা

  • আপডেট: Tuesday, July 9, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: বিদেশে পাচার হওয়া বাংলাদেশের টাকা ফিরিয়ে আনতে ‘বিশেষ কমিশন’ গঠন করার দাবির পুনরাবৃত্তি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

মঙ্গলবার বিকালে ওয়ার্কার্স পার্টির শাহমখদুম থানা ও সন্ধ্যায় বোয়ালিয়া থানার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি তোলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, দেশে দুর্নীতি বন্ধে ‘বিশেষ কমিশন’ গঠন এবং ব্যাংকের অর্থ আত্মসাৎকারীদের বিচারে ‘ট্রাইব্যুনাল গঠন’ করা এখন সময়ের দাবি। দুর্নীতিবাজদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত, বিচার করে কঠিনতম শাস্তি দিন। ঋণখেলাপী অর্থ আত্মসাৎকারীদের জন্য ট্রাইব্যুনাল গঠন করুন।’

শাহমখদুম থানার কর্মীসভায় সভাপতিত্ব করেন থানা কমিটির সভাপতি ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য নাজমুল করিম অপু, শাহ মখদুম থানার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রেজা, সাবেক থানা সম্পাদক এস এম ফারুক, ১৬নং ওয়ার্ডের পার্টির নেতা মোহাম্মদ শাহিন, সাবেক যুব মৈত্রী নেতা আলা, বাক্কার, শিমু, মহানগর ছাত্র মৈত্রী নেতা হামজা, ইফতিক হাসান প্রমুখ।

অন্যদিকে বোয়ালিয়া থানার কর্মীসভায় সভাপতিত্ব করেন থানা সভাপতি সিরাজুর রহমান খান। সেখানেও বক্তব্য রাখেন রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, সম্পাদকমণ্ডলির সদস্য আবুল কালাম আজাদ, মহানগর সদস্য সীতানাথ বণিক, শাহীন শেখ প্রমুখ। সভা সঞ্চালনা করেন মহানগর সম্পাদকমণ্ডলির সদস্য নাজমুল করিম অপু।