াকা | এপ্রিল ২৩, ২০২৫ - ৫:১৪ পূর্বাহ্ন

লালপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট: Sunday, July 7, 2024 - 12:10 am

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ধানের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাঁইড়পাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে জয়নাল আবেদীন ভুট্টু (৪৫) নিজ ধানের জমিতে কাজ করার সময় বৃষ্টির মধ্যে তাকে বিষাক্ত সাপে কামড় দিলে তৎক্ষণাৎ বাড়ি ফিরে যেয়ে অচেতন হয়ে পড়েন।

পরিবারের লোকজন তাকে দ্রত চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ওই কৃষকের মৃত্যু হয়।