ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ১:১৯ পূর্বাহ্ন

শুক্রবার পর্যন্ত চলতে পারে এমন বৃষ্টি

  • আপডেট: Tuesday, July 2, 2024 - 2:55 pm

অনলাইন ডেস্ক: মৌসুমি বায়ুর প্রভাবে চলমান বৃষ্টি আগামী শুক্রবার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত দেশের সব বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

লঘুচাপ না থাকলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে কক্সবাজার ও তিন সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারি বৃষ্টি ও উজানের ঢলে উন্নতি নেই সিলেট সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির। একই অবস্থা উত্তরাঞ্চলেও।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আজ দ্বিতীয় দিনের পরীক্ষাতেও ভোগান্তিতে পরীক্ষার্থীরা।

সোনালী/ সা