ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:২১ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার আলমের মৃত্যুতে বাদশার শোক 

  • আপডেট: Tuesday, July 2, 2024 - 4:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবমৈত্রীর সভাপতি মতিউর রহমান মতি’র বাবা বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার আলম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)

আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এক শোক বার্তায় তিনি কাউন্সিলর মতিউর বাবা শাহরিয়ার আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, শাহরিয়ার আলমের জানাযার নামাজ আজ‌ মঙ্গলবার রাত দশটায় মহিষবাথান গোরস্থানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

সোনালী/জগদীশ