ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:১৫ অপরাহ্ন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরাও অভিযানে এটিইউ

  • আপডেট: Tuesday, July 2, 2024 - 2:35 pm

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বিষয়টি নিশ্চিত করে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, এটিইউর এটি একটি দল বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

সূত্র জানায়, নেত্রকোনায় জঙ্গি ঘটনায় একজন নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার দেওয়া তথ্য মতে, বড়পা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে এটিইউ সদস্যরা।

 

সোনালী/ সা