ঢাকা | মে ১০, ২০২৫ - ৭:৫৭ পূর্বাহ্ন

ভালোবাসায় সিক্ত হলেন সাবেক এমপি নাদিম মোস্তফা

  • আপডেট: Monday, July 1, 2024 - 1:48 pm

নিজস্ব প্রতিবেদক: সাবেক দুইবারের রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজা সোমবার তার সংসদীয় আসনে সকাল ১০ টায় দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ১১ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে এবং বেলা সাড়ে ১১ টায় পুঠিয়া সরকারি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

তার জানাজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।

আবু সাইদ চাঁদ বলেন, পুঠিয়া দুর্গাপুর যখন খুব অবহেলিত ছিল ঠিক তখন নাদিম মোস্তফার আবির্ভাব ঘটে । আপনারা জানের পুঠিয়া দুর্গাপুরে রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মান করেই তিনি উন্নয়নের প্রতিক ছিলেন। আমরা মনে করবো নাদিমের মৃত্যু হয়নি এই পুঠিয়া দুর্গাপুরের উন্নয়নেই তিনি জীবিত থাকবেন। এই উন্নয়নের কারণেই যেখানেই যাবে রাস্তা ঘাট, স্কুল, কলেজ নাদিমকে মনে করিয়ে দিবে।

‘নাদিম মোস্তফা অত্যন্ত ভালো মানুষ ছিলেন । মহান আল্লাহতায়ালার কাছে তার রূহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে কবরে শান্তিতে রাখেন।’

জানাজায় আরও অংশ নেন- পুঠিয়া দুর্গাপুর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সোনালী/ সা

Hi-performance fast WordPress hosting by FireVPS