ঢাকা | জুলাই ২, ২০২৪ - ১:১৪ পূর্বাহ্ন

সারা দেশে বৃষ্টি বেড়েছে, থাকতে পারে আরও ৪ দিন

  • আপডেট: Sunday, June 30, 2024 - 1:56 pm

অনলাইন ডেস্ক: জুলাই মাসের ৩-৪ তারিখ পর্যন্ত সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। এর ফলে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  রোববার আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়া সবচেয়ে বেশি ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টিতে হয়েছে ৩৫ মিলিমিটার।

আব্দুর রহমান বলেন, রোববার থেকেই সারা দেশে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। জুলাই মাসের ৩-৪ তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকতে পারে। অতিভারি বৃষ্টির কারণে পাহাড় ধস হতে পারে।

সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে ও উত্তরাঞ্চলে অতিভারি বৃষ্টি হবে বলেও জানান তিনি।

মৌসুমী বায়ুর সক্রিয়তা আর সাগরে লঘুচাপের প্রভাবে এমন বৃষ্টির আভাস আবহাওয়াবিদদের। এরই মধ্যে দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত।

রোববারও সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয় টানা প্রায় ৩০ মিনিট। শনিবারও দিনভর আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে ঝরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

ভারতের আসাম ও মেঘালয়েও ভারি বৃষ্টির পূর্বাভাস আছে। এতে সিলেট অঞ্চলে বন্যা বাড়তে পারে। এছাড়া চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কার কারণে সবাইকে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া অফিস।

 

সোনালী/ সা