ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:০২ পূর্বাহ্ন

শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

  • আপডেট: Sunday, June 30, 2024 - 7:00 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর ডাকনিপাড়ায় শিরিন বেগম (৩৫) নামের এক গৃহবধূকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় স্বামী মইনুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, শনিবার দিবাগত রাত দু’টার দিকে পারিবারিক কলহের জের ধরে মাইনুল ওরফে মনিরুর ইসলাম তার স্ত্রী শিরিন বেগমকে দেশীর অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে ৯৯৯ এ কল দিয়ে পুলিশে অবহিত করে যে, তার স্বামী তাকে মারধর করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত শিরিনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই শিরিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোববার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় শিরিনের স্বামী মইনুলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।