ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:১৩ অপরাহ্ন

বাঘায় ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, June 30, 2024 - 9:00 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় আলাইপুর সীমান্ত এলাকা থেকে কুখ্যাত মাদকব্যবসায়ী লিটন আলী (৪৫)কে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির অপারেশন দল।

গ্রেপ্তার লিটন আলী চারঘাট উপজেলার রাওথা (পালপাড়া) গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ফেন্সিডিলগুলো প্লাস্টিকের বস্তার ভিতর নিয়ে বাঘা উপজেলার আলাইপুর গ্রামের নাদেরা সাকো (ব্রিজ)’র ওপর বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।

এমতাবস্থায় র‌্যাব-৫, সিপিএসসির আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় ০১টি মোবাইল, ০২ টি সীম জব্দ করে র‌্যাব। র‌্যাবের পরিদর্শক ফারুকুল ইসলাম বাদি হয়ে এ বিষয়ে মামলা করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।