ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

জীবননগরে আবারও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট: Saturday, June 29, 2024 - 12:10 pm

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে আবারও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খানের ওপর এ হামলা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান সোহরাব হোসেন খান স্থানীয় আলার মোড় নামক স্থানে চা খেয়ে রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় অপর মোটরসাইকেলে থাকা মাস্ক পরিহিত দুই দুর্বৃত্ত চলন্ত অবস্থায় চেয়ারম্যানের পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের পিঠে ধারালো অস্ত্রের আঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

সোনালী/ সা