ঢাকা | জুলাই ১, ২০২৪ - ১২:১০ পূর্বাহ্ন

চাঁপাইয়ে আ.লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • আপডেট: Friday, June 28, 2024 - 3:29 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও শিবগঞ্জ নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। একই সময় স্কুল শিক্ষক আব্দুল মতিনকেও গুলি করে হত্যা করা হয়।

নিহত আব্দুল মতিন হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ফতেপুর গ্রামের আলহাজ আব্দুল হান্নানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান।

তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলায় হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

পুলিশের এই কর্মকর্তার দাবি, গুলি নয়, ধারণা করা হচ্ছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

 

সোনালী/ সা