ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৯:২৫ অপরাহ্ন

তানোরে জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিত করণ সভা

  • আপডেট: Friday, June 28, 2024 - 7:22 pm

তানোর প্রতিনিধি: তানোরে জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে বে-সরকারী সংস্থা এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তানভির রেজা, তানোর বিএমডিএ সহকারী প্রকৌশলী, তানোর সহকারী কমিশনার ভূমি, সহকারী প্রকল্প সমন্নয়কারী ড. ফিরোজুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের উপ পরিচালক জাহিদ সারওয়ার, প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন প্রকল্প ফোকাল বাহারাম খান। মুক্ত আলোচনা করেন সহকারী প্রকল্প সমন্বয়ক ড. ফিরোজুর রহমান। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।