ঢাকা | জুন ২৯, ২০২৪ - ৫:৩৯ অপরাহ্ন

হয়রানি কমাতে গণশুনানি করল রাজশাহী পাসপোর্ট ও ভিসা অফিস

  • আপডেট: Wednesday, June 26, 2024 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: সমস্যা ও হয়রানি কমাতে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীতে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ অর্থবছরের নির্দেশনা অনুযায়ী এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

বুধবার রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কনফারেন্স রুমে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন।

এ সময় তিনি পাসপোর্ট ও ভিসার সমস্যায় ভুক্তভোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। শুনানিতে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মাহবুবুর রহমান এবং পাসপোর্টের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন এমন ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।