ঢাকা | জুন ২৯, ২০২৪ - ২:১৬ অপরাহ্ন

রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের মাসিক সভা

  • আপডেট: Wednesday, June 26, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

মাসিক সভায় বিগত মিটিং-এর সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন, গ্রীষ্মকালীন তাপদাহের ঝুঁকি হ্রাসে জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত লিফলেট, পানি, ক্যাপ ও ছাতা বিতরণ প্রসঙ্গে, রাজশাহী-৪ (বাগমারা) আসন এর নির্বাচিত সংসদ সদস্য এবং রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বাগমারা উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট-এর ভাইস চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুকে সংবর্ধনা প্রদান প্রসঙ্গে, রাজশাহী জেলা ইউনিটের জন্য প্রয়োজনীয় ফ্রিজ ও এসি ক্রয় এবং চেক পেমেন্ট বিষয়ক আলোচনা, রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা করেন জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও জেলা ইউনিট সেক্রেটারি আবু সালেহ্।

কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন রবিউল আলম, মকিদুজ্জামান জুরাত, সিদ্দিক আলম, এস এম তৌকির আহমেদ, মোসাদ্দেক হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে রাজশাহী জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের হাতে ছাতা, ১ লিটার বোতলজাত পানি ও ক্যাপ তুলে দেন জেলা ইউনিট সেক্রেটারি আবু সালেহ্ ।

সোনালী/জগদীশ