ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৫১ অপরাহ্ন

দায়িত্ব নিলেন পবা উপজেলা চেয়ারম্যান

  • আপডেট: Wednesday, June 26, 2024 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: আজ বুধবার পবা উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন।

পবায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে পরিচিতিপর্ব অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণিপেশার জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান এবং মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন, ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু। এসময় উপস্থিত ছিলেন হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মঞ্জিল, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন সাব্বির, হরিয়ান ইউপি চেয়ারম্যান জেবোর আলী, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মুরশেদ।