ঢাকা | জুন ২৯, ২০২৪ - ১০:১৭ অপরাহ্ন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সুপ্রিমকোর্ট বার

  • আপডেট: Wednesday, June 26, 2024 - 11:38 am

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির হলরুমে ৭৫ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়।  অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বর্তমানে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আওয়ামী লীগ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশের গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করাকে পৃথিবীতে অনন্য হিসাবে অভিহিত করেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট মাহবুব আলী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী, বশির আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আজাহার উল্লাহ ভূঁইয়া, জেসমিন সুলতানা প্রমুখ।

 

সোনালী/ সা